Friday, August 16, 2024

প্রথম জীবনানন্দ

মেঘলা তেরাস্তার একটা বেয়ে বন্ধু এসেছিল।
সন্ধ্যা ঘনাচ্ছিল পিছেরটায় পাড়ার বাঁক ঘুরে,
সামনে আঁধার, দূরে পুরোনো পাড়ার হাতছানি।
উঁচু সাইকেল ঠেঙিয়ে কদমকুঁয়া থেকে আসা
সে-বন্ধুর কাঁধঝোলা থেকে বেরিয়ে থমকে দিল
উজ্জ্বল দুটো খণ্ডের ল্যামি-জ্যাকেট, গেরুয়া, লাল,
 
অজিতকাকুর দোকানটা বন্ধ থাকে সেসময়
একটু এগিয়ে কোথাও চা খেয়েছিলাম কি?
মনে নেই, হাতে নিয়ে অধীর দেখছিলাম, যেন
এক আকাটের কাব্যিক বাঙালিয়ানার টিকিট!
 
আর তাও বোধহয় ওই একটা, পুরো পাড়ায়!
বন্ধুদেরও আদ্ধেক বাংলা বোঝে না, আর কবিতা?
যাহোক, ভাবি আগে পড়তে হবে বস্‌ পৃষ্ঠা খুলে
গন্ধ শুঁকি অভ্যাসে নাঃ, ভালো, টাটকা এ্যান্টিক!

১২.৮.২৪

 

No comments:

Post a Comment