Saturday, August 10, 2024

ঘুণ

ঘুণ বড়ো বিচ্ছিরি ব্যাপার।
মানছি, কাঠের গুণে খামতি থাকলেই
ঘুণ লাগবে, আজ নয়তো কাল,
তাবলে এখন
কাঠের খামতি দেখি না ঘুণ?
 
সারারাত সারাদিন
না ঘুমোতে দেয়, না সুস্থির বসে
কাজ করতে দেয়
দেশের আকাশ জুড়ে
অনবরত কুর্‌র্‌র্‌ কুর্‌র্‌র্‌ …’
বোঝাই যায়না কোথায় ঢুকে আছে!
পাঠ্যবইয়ে
নাকি পরিসংখ্যানের কাজে
নাকি পূরাতত্ত্বে
নাকি ধর্মে
নাকি সঙ্গীতে শিল্পে সিনেমায়
নাকি বাজারে, রোজকার
                    উড়ো খবরগুলোয়
 
ফুটোগুলো খোঁজো,
আগে খুঁচিয়ে গুঁড়ো ঝেড়ে
গায়ে কেরোসিন ঢালার ব্যবস্থা করো!
ঘুণ-প্রতিরোধক
ঘুণ লাগার আগে কাজ করে,
একবার লেগে গেলে আর
কোনো উপায় নেই,
বার করে করে থেঁতলে মারা ছাড়া।
 
তবে এ কাঠও বদলাতে হবে

৩০.৭.২৪

No comments:

Post a Comment