Tuesday, August 27, 2024

ক্ষয়

বোধগুলো হারিয়ে ফেলছে প্রাঞ্জলতা!
মুখের ভাষা, দেহের ভাষা জানছেও না,
রাত্রে তারা ঘেঁটেছে কোন ঘৃণ্য ক্লেদ!
 
কী বলবো? ভালোবাসি?
হব না তো আত্মশ্লাঘা ধর্ষকের?
কী বলবো? আয় সোনা?
হব না তো জাল, শিশুনিগ্রহের?
কী বলবো? শ্রদ্ধা করি?
হব না তো পথ, নীচ অভিসন্ধির?
 
যদ্দিন না লুটেরাদের তন্ত্রটা ভাঙছি,
শব্দ হারাতে থাকবে তার সুরের রেশ,
স্পর্শ হারাতে থাকবে তার উজ্জ্বলতা!
 
প্রতি কথায় ভাবতে হবে বলার আগে,
একটি দিনের চলার পথে, কথা কটি
ওঠায় নি তো অর্থ কোনো দুষ্কৃত্যের?

২৪.৮.২৪

 

No comments:

Post a Comment