আমিও ভেবেছিলাম চিঠিযুগ
শেষ হয়ে গেছে।
হয় নি তো! ডাকপর্ব
পেরিয়ে এখন ডিজিটাল!
বুড়ো ডাকপিওন, ডাকবাক্সো,
এ দুনিয়া চেনে না।
কখনো অবাক দেখে সুউচ্চ
দুর্গমে ছোট্টো বাড়ি –
নাকি ডাকঘর বলে;
আরো দুর্গমের মানুষেরা
এসে পোছে চিঠি আছে
কিনা। রোদ্দুর পোহায়।
এ দুনিয়া জানে না
ধারাবাহিকতাও – নিজেদের
মুঠোফোনে বোতাম টিপে
লেখার, ছবি পাঠাবার
নিরবচ্ছিন্ন খেলায়
দেখে না, নতুন কিছু নয়!
এভাবেই হাজার বছর
ধরে বন্ধুকে মানুষ
পাঠিয়েছে হৃদয়ের
অঙ্কুরিত আবোলতাবোল।
এসবেরই মধ্যে ফুটেছে
কবিত্ব, প্রণয়-কূজন!
এবং আকাশ কালো করে
আসা, মনের অন্ধকারও,
কোনো দিন – মৃত্যু বা মুক্তির বিদ্যুচ্চমকে আচ্ছন্ন।
২২.৮.২৪
No comments:
Post a Comment