হলুদ সরগুজার আদিগন্ত ক্ষেত,
পাইনবনে সমুদ্রের তুফানি নিঃশ্বাস,
প্যাগোডার মতো ফল মাটিতে অজস্র।
জঙ্গল অব্দি ঘাসের ঢালু পথে দৌড় …
সূর্যাস্ত শেষে জঙ্গলে স্কুলের ছেলেরা
জ্যোৎস্না নামিয়েছিলো মুকেশের গানে।
তুখোড় দুষ্টুমি ভরা গল্পে চ্যাপলিন
যেমন জীবনে দেন গভীর বিশ্বাস,
নেতারহাট উদ্দীপ্ত প্রাণের ছ’দিন
রবীনদার নেতৃত্বে আমাদের বুকে –
দীপন, সুব্রত, শিউবচ্চনজি, আমি …
বস্তুতঃ একত্রে আর কখনো যাই নি!
কেউ কি বলবে, ‘আরো আরো গল্প সব?’
সেগুলো কাঁধের হাড়ে ব্যথা করে রাখা।
২
রাত? তিনটে চল্লিশ! কথায় কথায়
যুক্তির কুযুক্তিগুলো ভনভন করে
ঘুরছে মৌচাকময় মহুয়া-তন্দ্রার।
দূর! আর ঘুম হয়? খোলো জানলাটা!
পাগল জুটেছে যত্তো সব, বলে ভেংচে
চাদরে মুখ ঢাকলো কেউ একজন।
পরক্ষণে দন্তপাটি ঝিকিয়ে বললো,
‘সূর্যটা উঠতে শুরু
করলে ডেক হে!’
৩০.৬.২৪
No comments:
Post a Comment