গ্যালিপ্রুফের
কাগজগুলো ব্লিচ হত না কখনো।
কালিও
সস্তায় ঘরে তৈরি হয়ে যেত প্রয়োজনে।
কাঁচা
ছাপা একটু না শুকিয়ে নিলে কালো ছোপে
ভরে
দিত শীতের চাদর, ওমে ধরা নোনা গন্ধ
ঘর্মাক্ত
ভালোবাসার।
ভাঙাচোরা সীসের অক্ষরে
দুনিয়ার
লড়াকু সমঝদারি, রাত জেগে লেখা!
সে এক
অবিস্মরণীয় দেখা নিজেকে মুখোমুখি –
পৃথিবী
অনেকটাই ছিল সহজ, অন্যরকম।
তেমনই
মনে হয় চিরকাল সদ্য চোখ ফোটায়!
ভুল
শুধরোচ্ছি; সময়কে গালতে দেব না চোখ!
প্রেসঘরে
ঘটাং ঘটাং ট্রেডলের শব্দে ভরা ঘুমে,
বহু
রাতের দুঃস্বপ্নে পেরিয়ে ছড়ানো ছেঁড়া প্রুফ,
পারবো
আরো একবার নিজের সামনে দাঁড়াতে?
একদৃষ্টে
ল্যাপটপে অক্ষরের দিকে চেয়ে থাকি।
১১.৯.২৪
No comments:
Post a Comment