আপনি
আমাদের, বিহারিদের গর্ব সতীনাথ!
সে হই
না আমি নীলুদের দলে, আপনি বিজুর,
এই লড়াই,
ভ্রাতৃত্বও তো খাস এই অঞ্চলের!
যে মাথা
নিয়ে ঢোঁড়াই এগিয়েছিল পাক্কিতে শেষে,
স্বাধীনতার
দুর্জ্ঞেয় রোদে, সে রোদেই আরো গিয়ে
আজ আঁধারের
ঘুর্ণাবর্তে ঘুরছি দৃষ্টিবিচ্যুত!
ভালোবাসা
নেই তাই বল নেই, অর্থ নেই, একে একে
হারিয়ে
ফেলছি বাসস্থানগুলো – পূর্ণিয়ায়,
দ্বার-
ভাঙায়,
ভাগলপুরে আপনার, বিভূতিবাবুর,
বনফুলের!
তবু আপনাদের স্মরণ করেই
লড়ছি;
বাংলার, বাংলাভাষীর দাবীগুলো জানাচ্ছি
ডামাডোলে
আখের গোছানো প্রশাসনের সম্মুখে!
বিকেলে
রেলপথের পাশে দেখি আপনি দাঁড়িয়ে
এক্টিভিস্ট!
দু’দিন পর চেলা রেণু নেপালে যোদ্ধা! …
২৭.৯.২৪
No comments:
Post a Comment