Monday, September 30, 2024

স্মৃতি সংগঠিত হও

যদি বল জ্যোৎস্না রাত
চাইব দিদিদের ছায়ায় ভরা জোড়া-ছাতের
 সেই সফেন গুঞ্জন
যার শহর ছিনিয়ে নিয়েছে দেশভাগ।
জ্যোৎস্নায় যে ট্রেনটা গতি কমিয়ে থামল
তার ভিতরে-বাইরের জমজমাট
ঘরে ফেরা ঘামের
অথবা ঘরছাড়া রুটির গন্ধ
টুপটাপ ছড়িয়ে পড়ছে এদিক ওদিক
একটি লন্ঠন ইঞ্জিনের দিকে যাচ্ছে …
যদি বল জ্যোৎস্না রাত
আমি ওই ট্রেনের শূন্য কামরায় সটান শুয়ে
দুপুরের গলিটা ভাবব 
যাতে খেলনাওয়ালা সবুজ করে তুলত
সেই প্রশ্নগুলো যা আমাদের
উত্তরের নিচে পিষছে, অনির্দিষ্ট কোমলতা হয়ে।

২৫.৭.১৯৯৭

No comments:

Post a Comment