Friday, September 27, 2024

বৃষ্টিতে ভিজতে ভিজতে

বৃষ্টি তো তেমন জ্যাঠামশাই নন যে রাগাশ্রয়ী
গান চাইবেন প্রতিবার! আর সত্যি কোনোদিন
ভিজতে ভিজতে স্টাইলে দুহাত দুদিকে ছড়িয়ে
গান গেয়ে দেখো আকাশের দিকে চেয়ে! চোখে মুখে
অবিরল ফোঁটাগুলো না দেখতে দেবে না গাইতে!
এমনকি স্লোগান তুলতেও নোয়াতে হবে ঘাড়!
বস্তুতঃ নোয়ানো ঘাড় বহুকাল যাবৎ মাথাটা
বহু ক্ষেত্রে উঁচু থাকার লক্ষণ! খরজের সা
নিংড়ানোর হৃদয় খোঁজা কন্ঠস্বরটাকে ভাবো তো,
কানাড়ায়, তাও দরবারী! বৃষ্টি তো সমগ্রতায়
ধরে, বেঁচে থাকা আমাদের নীরবতার প্লাবনে
এক পৃথিবী স্বপ্নমুখর গৃহযুদ্ধ মানুষের!
     
আমরা আমাদের নিভৃত কথোপকথনে, এসো,
গভীরতর বৃষ্টির গিঁটগুলোর দিকে এগোই। 

২৭.৯.২৪

 

No comments:

Post a Comment