দ্রুতের
দিকে এগোচ্ছে মঞ্চে গুর্জরি টোঢ়ির ফেনিল আলাপ।
ঢেউয়ে
ফুলে উঠছে সামিয়ানা শরতের দীপ্ত বৈঠার ধাক্কায়,
হাতে খবরকাগজ
নিয়ে ভিতরে ঢুকে পড়েছে বাচ্চাগুলো,
কালকের
অনুষ্ঠানের খবর … শহর, শারদ আনন্দে
সরগরম
নিচে ছোট্ট
কলামে – ট্রাকে চাপা পড়ে মৃত্যু এক যুবকের।
কালরাতে
হঠাৎ দুঃস্বপ্নে আমায় মেরে আধমরা করে কয়েকজন
সীমলেস
টিউবশপের ফার্নেসে ঢুকিয়ে দিতে চাইছিল এবং আমি
একজনকে
মাথার পিছনে মেরেও পালাতে অপারগ হয়ে শেষে,
ভালোবাসার
জনটিকে কাছে টানতে না পেরে, ঘুম থেকে উঠে
কবিতায়
বসে কিছুক্ষণ, ভোররাতে সঙ্গীত সম্মেলনে এসে দেখছি
দ্রুতের
দিকে এগোচ্ছে করোটিতে গুর্জরি টোঢ়ির প্রশস্ত রোদ্দুর।
(পুরোনো – পুনর্নির্মিত)
No comments:
Post a Comment