Monday, February 13, 2023

আকাশ

তোমাদের ওদিককার আকাশটা কী নিচু, না?
মুঠোয় একটা ইচ্ছে নিয়ে ওঠালেই ছোঁয়া যায়,
যেন পিতার বাৎসল্যে ভরা নৈঃশব্দের চাঁদোয়া!
ভেবেছি বহুবার, যাব যাব, দেখা করতে যাব।
 
তোমার সাথে তোমাকেই হাঁটু জাপটে উঠিয়ে
আকাশে চাপ দেব, আস্তে আস্তে, তার শিহরণ
ছড়িয়ে যাবে দূরে হয়ত আমাদের আকাশটারও
খুব কাছে, কানের গোড়ায় গুনগুনিয়ে পৌঁছবে!
 
আমাদের উঁচু, আছোঁয়া আকাশ, এ আকাশটাকে
ক্রুদ্ধ বিস্ময়ে দেখবে এমনও হয় নাকি! রাবিশ!
ব্যস, ভেবেইছি। যাওয়া আর হয় না। আমাদের
আকাশ-তারা-সূর্য-চাঁদ আলোআঁধার নিয়ে আছি।
 
অভ্যস্ত হয়ে গেছি সবকিছু অস্পর্শনীয় ভাবতে।
বিশ্বাস করতে যে মহাজাগতিক জ্যোতিগুলো শুধু
দেখার, চৈতন্যে বোঝার, ছোঁয়ার নয় কেননা আমরা
মহাজাগতিক নই। তাহলে, তোমরা হলে কিকরে?
 
২.১১.২২


No comments:

Post a Comment