কাদের কাছে কত কথা
ঠিক কী কথা দিয়েছিলাম
কিছুই মনে নেই,
অথচ দেখ সারাটি দিন
কথা রাখার পথ-শ্রমে
ভুলছি কথার খেই।
কার কাছে তা ভাবতে দেখি
গভীর রাতের বৃষ্টিশেষে
পাতায় আলোর নথ,
ঠিক কী কথা ধরতে খুঁজি
অনেক হাতে হাতটি রাখার
বাষ্পে মদির পথ।
জানলা আছে, মানুষটি নেই
দেখতে দেখতে জানলা-মানুষ
হওয়ার গোঁজামিলে,
আমার ওপর রাগটা যদি,
বল, ভরসা চাওয়ার, তবে
অচিন পাব নীলে।
No comments:
Post a Comment