একটা
ছাতিম মানে সুগন্ধের একশোচুয়াল্লিশ!
ফুল
ফোটার মাসে জানান দেয়
কোথায়
কোথায় সে আছে।
পুরোনো
গোরস্তানের দেয়ালের ওপর দিয়ে
ডালগুলো
নেমে আসে
গন্ধে
ম ম করে পুরো রাস্তাটা!
সারাটা
সন্ধ্যাপথ জুড়ে
দু-পাঁচজনের
বেশি একসাথে
পেরোনো
চলবে না,
তাও
কথা বলতে বলতে,
ইয়ারির
দাস্তানগুলো খুলে খুলে
ছাতিমের
গন্ধে ভিজিয়ে এগোতে হবে …
আবার
একলাও পেরোনো চলবে না –
গন্ধ
যে কোথায় হাপিশ করবে তাকে!
বুঝবেও
না এ কোন শহর –
ক্যারাকাস
না ম্যাকাও,
কোন
ভিতরমাঠে ডাকছে তাকে উদ্দাম একটি রাত!
একটি
চূড়ান্ত রাত!
২৩.২.২৩
No comments:
Post a Comment