Thursday, February 23, 2023

প্রশ্ন – উত্তর

উত্তর নেই, একটারও উত্তর নেই .... প্রশ্নগুলো কিছুদিন হল ঝেঁটিয়ে সাফ করেছিলাম;
                                        উত্যক্ত করে তুলত
গন্ডাখানেক ধেড়ে ইঁদুর যেমন
চিবিয়ে নষ্ট করে বই, জামাকাপড়
ঠাকুরের প্রসাদ

প্রশ্নগুলো চিবোয় তো অন্য জিনিষ
মগজ আর হৃদয়ের সংযোগকারী তন্তুগুলো             
                                               বিশেষকরে
ধীরে ধীরে দমবন্ধ হয়ে আসে,
রাস্তায় বেরিয়ে কোনদিকে যাব, হিসেব থাকে না!
পেরোতে ধাক্কা খাব ভয় ধরে।
 
এখন একে একে বেশ কয়েকটি উত্তর ফুটেছে এদিক ওদিক।
প্রশ্নহীন উচ্চকিত আরামের সুসঙ্গত ঘরে, আসবাবে ঢুকে
আদৌ কিছু চিবোচ্ছে কিনা জানি না,
বুঝতেও পারছি না এত সন্ত্রস্ত হয়ে উঠছি কেন?
ওরা কি নিজের প্রশ্নদের খুঁজছে?
 
বাইরে গলির ধুলো, গর্ত্ত, আবর্জনা ঘেঁটে
ইঁদুরও চিনে ফেরানো সম্ভব নয়,
প্রশ্ন কী করে চিনব?
উত্তরেরা উত্তরেরা হে বহমান নশ্বরতা
পৃথিবীর রাজপথে এত সুন্দর, তারুণ্যময়, আলোকজ্জ্বল
প্রশ্নহীন আরাম সন্ত্রস্ত করে তোলা উত্তরেরা!
 
২৩.২.২৩


 

No comments:

Post a Comment