Saturday, February 25, 2023

লুসি

কী যে সে খুঁজত সারাদিন
খাটের নিচে, ফ্রিজের পিছে, 
আলমারিটা খোলা পেলে 
কাপড়গাদায়, র‍্যাকের ভিতর!
কোথায় কোথায় খুঁজে রাখত
লুকিয়ে থাকার, অজানা এক
যুদ্ধের প্রয়োজনে
লক্ষ্য রাখার, কোটর!

আর কেউ জানবে না। 
ছোট্ট মেয়ে, ব্যস্ত মেয়ে লুসি
বড্ডো ছোট, বেড়াল যে! 
ফিরে আর আসবে না।

নিজের ঘরে ছিল না যে সেদিন!
শেষরাতে বেরিয়েছিল –
কখনো যে বেরোয় না –
ফেরার জেদে; পথ অচিন,
দুনিয়াটারও ধরণ ছিল অচিন! ...

আর কখনো 'টাইম' দেবে না
'ডেট দেবে না রাজকন্যে'
আমাদের, তাকে নিয়ে
নানারকম খেলায়,
নানান ছবি তোলায়,
দু’পায়ে বুঝে মুখের ভাব
সইবে না আর আদর, 
ভুতুর মত তাকাবে না
জুলজুলে দুই চোখে,
পাথরচাপা সেও আজ
এক অনন্তলোকে! 

২৯.৬.২২



No comments:

Post a Comment