Sunday, February 26, 2023

মুৎসুদ্দি

তল করলে জবাবতলব
ছাত দেখিয়ে বলেন ভ্রুভঙ্গিতে,
আমি কী করি ব্রাদার?
আমি তো গোলাম, আসল তো ওই ওঁরা!
পরক্ষণেই সেলাম পাঠান ছাতে,
ক্ষমা, হুজুর! ওসব একটু
যাকে বলে বাষ্পখালাস করা!
 
ছাত করলে জবাবতলব
তল দেখিয়ে বলেন ভ্রুভঙ্গিতে,
জানেনই সব, দিনকাল
বদলে যাচ্ছে, আসল তো ওই ওরা!
আর শিগগির লুকোন নকল
রসিদ, চুরির টাকায় শেয়ার,
জমির দলিল, ডিবেঞ্চারের তোড়া।
 
যুদ্ধ কিম্বা আকালের রমরমায়
বহাল করেন নিজের কাজে
উঠতি আরেক রঙরুট, আর নিজে
নতুন স্যুটে সেজে
প্রবেশ করেন বাণিজ্য চেম্বারে।
প্রাক্তন বস কুশল সারেন
কাষ্ঠ হেসে, বোতলটা কাত করে।
বাঘ ও ঘোঘের নৈশ মহোৎসবে
বোঝা কঠিন গল্পটাকে
কে কোথায় কেমন চালে
কতটা মোড় দেবে।
 
১০.১২.১৯৯৭




No comments:

Post a Comment