Thursday, February 23, 2023

ভুলের মজা

ঠিক কাজটা যেমন
একেবারেই একা কেউ করি না;
এমনকি সব আবিষ্কারেরও সাথে থাকা
একটি নামের
আড়ালে থাকে হাতড়ানোর,
বিশ্বের উঠোন ভরা পায়চারি নির্ঘুম
সবচেয়ে মজার এটাই যে ভুল কাজটাও
একা করি না কেউ;
কিছুক্ষণেই দেখি আরো দুচারজন
পৌঁছোচ্ছে ওই
গোলকধাঁধাতে।
 
ঠিক দিকে ঘুরবার
চেষ্টাটা তো স্বাভাবিক,
সবাই একসাথে করব তাড়াতাড়ি
আলো কমছে দেখে আকাশে
মজা বাড়ে যখন
সবার মেজাজ থাকে চোস্ত,
একটু বিপজ্জনক হলেও
ঠিক দিকে পৌঁছোবার
আরো একটি নতুন পথের সন্ধানে
ভুলের আরো ভিতরে ঢুকে পড়ি।
 
সমুদ্রের লোক হলে হয়তো জুতোয়
ফসফোরাস লাগিয়ে ভুলে ঢোকার কথা বলতাম;
চিরিমিরির জঙ্গলে সেই ছোটোবেলায় অমরদার,
পাতা জড়ো করে আগুন লাগিয়ে
এগোনোর কথা মনে পড়ে।
 
২৩.২.২৩


 

No comments:

Post a Comment