তা তুমি বেশ ভালো করেই বুঝিয়ে দিচ্ছ সায়েব
কত গুমখুন চালিয়ে যাওয়ার চোরাকুঠরি, গলি
ছড়িয়ে আছে বাহারি এই ন্যায়মহলের গড়ে,
সবাই ঘুরছে, জানছে না কেউ; ওই কে হল গায়েব!
চড়বড়িয়ে দু’পাক উড়ে ফিরে আসছে পাখি
টিকটিকিরা গম্বুজ ছেড়ে নামছে তরতরিয়ে
পিঁপড়েসারি ঢুকে যাচ্ছে কয়েকটি ফাটলে
এসব দিয়েই বুঝছে কেউ দেয়াল-থামের ফাঁকি!
আবার খোলা বাগানও আছে, ফুলে ঢাকা ঢিপি
মাগিবাজ এক ন্যায়পতির পাট্টি চলছে জবর
ফেরেন্ড আছে, তুমি আছো, দেওয়ানি লেনদেন
অনেকগুলো ফৌজদারির টাইট করতে ছিপি!
বাগান ছেড়ে খোলা মাঠ, জমিদারির শুরু
কোটপ্যান্টে ঘুরছে তোমার ন্যায়ঠ্যাঙাড়ের দল
জবর তোমার মহলখানায় বড় গন্ধ সায়েব,
রঙ করাবার সুযোগ পেলে ঘোল বানিও পুরু।
২২.৬.২২
No comments:
Post a Comment