তাশা বাজছে, বাজছে জংলি হাতি –
চাঁদ চুঁইছে কবিকন্ঠে,
ভালোবাসার শপথ,
উপড়ে ফেলবে চার্দিকের এই লুটের বেসাতি।
শপথছায়ে মা-পাখির ভীত বাচ্চাগুলো
দুর্যোগের রাতে মায়ের ডানার নিচে খেলে।
লেবুরঙা রোদে ওড়ে ঘুড়ির সাথে বালক,
ভোরের শরত ঘন্টি বাজায় চকচকে সাইকেলে।
শপথছায়ে ইতিহাসের পায়ের জুতো জাগে,
কালের যুদ্ধে হাসিল প্রাণের জীর্ণ নির্মোক,
শেকল ভেঙে দেশের মেয়ে মুখর স্টেডিয়ামে
পৌঁছোতে চায়;
বেসাতিও বদলে চলে ছক।
বয়সকালে আমাদেরও সখ্যযাপন ভাঙে,
কে কোথায়? নিজের মত, চালিয়ে যাই লড়াই,
আলোয় বাড়ে চোখের আঁধার, আঁধারে নেই আলো,
শব্দে-সুরে খাদ ধরতে, গড়ি নতুন নেহাই।
কবি এগোন, মগ্ন রাতে দেখেন দেশ, পৃথ্বী –
ধ্বংস, ধ্বংস .... প্রশ্ন করেন, এই হওয়ার ছিল?
আমরা গুছোই যুদ্ধরসদ – ভগত সিংএর বাণী,
ক্ষেতে পোড়া মজুর মেয়ে, ফসল-তারার মিলও।
তাশা বাজছে, জংলি হাতি বাজছে –
চাঁদ চুঁইছে কবিকন্ঠে:
পবিত্রতম ঘৃণায়
কলম তার মানুষখুনের শাসনগুলো দাগছে।
২৪.৬.২২
No comments:
Post a Comment