Saturday, June 11, 2022

প্রথম বৃষ্টি

কখন যেন বৃষ্টি এল
মাটি আমায় জন্ম দিচ্ছে 
গন্ধে টের পেলাম।

বাষ্পচূর্ণে হাত বাড়িয়ে
জলের ফোঁটা সুদ্ধু তাকে
জাপটে নিলাম কোলে।

আমি আমার স্বচ্ছ মুখ
আলতো করে চুমে পেলাম
স্বপ্ন ধরিত্রীর।

আবার তাকে মিশিয়ে দিয়ে
পাগলপারা বৃষ্টিগন্ধে,
হারিয়ে গেলাম দিনে। 

বেজে উঠুক চরাচরে
অক্ষৌহিণী জলপ্রহার
ঝরুক ঋতুর ক্ষোভ।

১২.৬.২২ 




No comments:

Post a Comment