Sunday, June 19, 2022

আমাদের বাঙালিয়ানা

আমাদের বাঙালিয়ানা কোথাও মগহীর,
কোথাও ভোজপুরির ক্ষেতে, কেয়ারিতে, 
অঙ্গিকা-বজ্জিকা-মৈথিলির ফলনে জড়িয়ে  
সাথীফসলের চাষ – একই জল যায় গোড়ায়, 
একই রোদ পায় গাঙ্গেয় সমতলে এবং 
গন্ডকের, কোশির সাদামাটিতে সারাদিন।

কোথাও বাংলা হয় সুরজপুরিয়া – ট্রেনের
জেনেরালে সফর করে মজুরি খুঁজতে দিল্লী; 
একই মুড়িগুড়, চিড়েছোলা থাকে জিহবায়।
কখনো ঠেঁটা বাংলাটাই হিন্দি হয়ে রাগ দেখায়
সার্কেল অফিসে টেবিলে, জাতি-প্রমাণপত্র চায়;
এটাই, এটাই বাঙালিয়ানা আমাদের বিহারে।

বাংলা পড়তে চাওয়ার আকাঙ্ক্ষার বর্ণপরিচয়
পাতা মেলে অপটু মসলা-পোছা হাতে রান্নাঘরে,
শিশুহাতে সামুদায়িক হলঘরে কোন রোববার … 
আশা ও ক্ষোভ ওড়ে অশথের বেদিতে, মন্দিরে।  
একই সরকারের উপেক্ষা আমরা কিছু বেশি পাই 
সংখ্যালঘুতার প্রশাসনিক হিসেবী বেহিসেবে।

বড় শহরে আমরা নাহয় কিছু রঙচঙে উদযাপন-
টুদযাপন সেরে নিই সম্বৎসর; ছবিতে দেখেন। 

১৯.৬.২২



No comments:

Post a Comment