বন্ধুত্বের রগড়গুলো এগোত এভাবেই –
– কী প্রসাদজি? টেহটার মাছ কবে খাওয়াবেন?
– আসুন একদিন! ওখানেই রাখুন মিটিং!
খাওয়ানো কোন কথা নাকি? যেদিন বলবেন!
বাজারে কদমছাওয়া মোড় থেকে গলি
ভিতরে ঢুকে যায়, আধতৈরি বাড়ির ছাতে বসি।
বৈঠক এজেন্ডা ধরে। তবে আগে চা;
সুগন্ধে টের পাই নিচে সন্তানদের নিয়ে তাঁর স্ত্রী,
নানা সুখাদ্য একে একে পাঠাতে ব্যস্ত! …
– যাঃ, মাছেই ফাঁকি দিলেন, মাংস-ডিমের আড়ালে!
– হবে, বড় মাছ উঠুক বাজারে, শেষ নাকি?
কখন যেন রোদ ম্লান হয়, দেখি অদূরে সিগন্যালে
আমাদের ট্রেনগুলোর সময় হয়ে গেছে।
মাছ বেচা ছেলেরা বাকি মাছ ফিরিয়ে দিচ্ছে জলে।
৮.৬.২২
No comments:
Post a Comment