Thursday, June 23, 2022

নতুন চরে দুপুর

নতুন পুলে ট্রেন, বাস যাচ্ছে ওপর নিচে।
লঞ্চগুলো ধুঁয়ো ছাড়ছে মাটির খাড়াই ঘেঁষে।
নদীর বুকে নতুন চর, জলের নতুন বাঁক,
নিরুদ্দেশও দেশ গড়ছে অচিনপুরের রেশে।
 
চরে খাড়া চালায়, বলছে নতুন বৌয়ের হাসি,
তোমাদের বনভোজনের সাকিন আমার ঘর,
এখানে যে জন্ম নেবে আমার সোনামনি,
তার চোখে মেপে দেখব তোমাদের শহর।
 
স্বাচ্ছল্যের পৃথিবীটা ক্রমে ছোট হলেও
প্রতিদিনই বড় হচ্ছে রুজির পায়ে পায়ে!
ধ্বংস করছে পৃথিবী যে মুনফাবাজি, তার
দালালটিও হিসেব লিখছে ওই চালায় ছায়ে।

২২.৫.২২



  

 

No comments:

Post a Comment