Thursday, June 16, 2022

কবিতায় ইস্পাত

কবিতায় ইস্পাতটা ঠিক থাকে কোথায়?
যেমন দেশান্তরী পাখি ও মহাসাগর পেরুনো মাছেদের
মগজে থাকে মেরুনির্দেশী চুম্বক
যেমন আমাদের শরীরে বিভিন্ন ধাতু এক এক পরমাণু করে
প্রোটিনের কোটরে বাহিত পৌঁছোয় যেখানে প্রয়োজন
কবিতায় কিভাবে ঢোকে ইস্পাত কিভাবে
জায়গা মত পৌঁছে লাফিয়ে নেমে আশ্বাস জানায়
হয়ত প্রোটিনধর্মী কোনো বাহক শব্দকে,
"হেই ওস্তাদ, এসে গেছি, বন্ধ করো ইঞ্জিন!"
ইঞ্জিন বন্ধ হলে, ঝাঁপ দিয়ে বুনো ঝোপে নিজের
ডাগ-আউটে ঢুকলে ইস্পাত
দুলে ওঠে না কবিতাটা? লেখার সময়?
নড়ে যায় না ভালোবাসার মুখ?
বালিতে গলুইয়ের ঘষায়?
নড়ে নিশ্চয়ই!
টের পায় না কবি
ইচ্ছে মত তো আর ইস্পাত ঢোকানো যায় না!
আদিগন্ত ভালোবাসার একটি নিঃশ্বাসেই তো সেটা
হয় থাকে নয়ত থাকে না!

১৭.৬.২২

[ছোট্ট ইতিহাস - চার-পাঁচ বছর পর ল্যাপটপ বা ট্যাব ছেড়ে হাতে কলম ধরে কাগজে লেখা]



No comments:

Post a Comment