Wednesday, June 22, 2022

জলগন্ধে উন্মত্ত

প্রতিধ্বনিত দুপুরে, 
জলগন্ধে উন্মত্ত গন্ডারের মত –
একটাই তো জীবন! – 
নাহয় ভুল পাথর ফাটিয়ে খোয়াব!

যত নিঃশব্দ হচ্ছে দুপুর
বেড়ে যাচ্ছে প্রতিধ্বনি!
তপ্ত আকাশ
বাড়িয়ে তুলছে হিম, করোটির।

করূণ, হাস্যকর হলেও,
গলা থেকে মৃত্যুর একেকটি আঙুল
ছাড়াতে চেয়ে, ব্যর্থতায়  
লিখে যাব – আত্মশ্লেষে বেখাপ্পা পয়ার।
“কিরে বিদ্যুৎ! কেমন আছিস? 
এখনো চলছে লেখালিখি?”
“একশবার সালা! 
বন্ধ হয় নাকি?” 

বর্ষার নতুন স্রোত 
সারারাত ছটফটানি শেষে ঘুম আসার
সেই এক লহমায় ঠিক
ডুবিয়ে নেবে আমায় বসতগন্ধী জলে।
ওপরে পুরোনো পুলে,
ভাঙা বাসটা বাজবে শিশুদের হাল্লায়
আকাশভাঙা বৃষ্টির 
                   বিকেলটা বাজবে।



No comments:

Post a Comment