তুমি কি
সত্যি সারাটা রাত
ঘুমিয়েছিলে?
টের পাওনি
আমার একা
এঘর ওঘর,
বটের ঝুরি,
ভাঙ্গা
মন্দির পাশ কাটিয়ে
নদীর কাছে
পৌঁছে একটু
হাত ডোবানোর
চেষ্টা করা,
একটু চোখেমুখে
দিতে
গাঢ় সবুজ
ঠান্ডা জল
নামতে
নামতে চিনতে পারা
এ তো আমার
শহরটারই
কত ভুস্তর
সিঁড়ির মত,
সিঁড়ির
ওপর তুমি বসে
ঘাড় ঘুরিয়ে
তাকিয়ে আছ
আমার দিকে,
মৃদু হাসছ
মাঝরাতের
এই পাগলামিতে,
জন্ম-জোড়া
হাসিমুখে
পানপাত্রে
এগিয়ে দিলে
ভালোবাসার
স্মৃতিগরল …
তুমি কি
সত্যি সারাটা রাত
ঘুমিয়েছিলে?
নাকি আমায়
খুঁজতে খুঁজতে
পর্দা,
নুপুর, মৃতভ্রুণ আর
গানের
পান্ডুলিপি ঠেলে
পৌঁছেছিলে
আস্তাবলে?
হাতে ছিল
বাঁকা কিরীচ?
৬.৬.২২
No comments:
Post a Comment