Wednesday, June 8, 2022

জোড়

ধরে নাও বাঁচাটা কাঁচ।
ভেঙে পড়তে পারি
অবস্থার ফেরে
মচকাবো না স্থির করে
ভেঙে যেতেও পারি
প্রাণঘাতী আঘাতে,
কিন্তু কিভাবে হবে সেটা
কয় টুকরোয় এবং
কেমন ধরণের
হবে টুকরোগুলো
ভেঙে পড়ার বা যাওয়ার
ঠিক করা যায় কি?
ভাঙন তো ভাঙনই, ধ্বংস।
 
তবু যদি জুড়তে পাই নিজেকে
আদৌ যদি সময় পাই
কখনো,
খাপে খাপে জোড়া
লাগি না কিছুতেই।
সবচে ভাল কথা
যে ফাটলগুলো রয়ে যায়
বেখাপ্পা জোড়ের ফাঁকে ফাঁকে
তাতে বাঁধন হয়ে ঢোকে
তীব্র রোদের কিরণ
জঙ্গলের আঁধার শিষ
জলের খলবলে তোড়
শিশুর বাড়ানো আঙুল
আর দেখতে দেখতে তারা
একে অন্যকে এবং
পুরো বাঁচাটা জড়িয়ে ধরে
আষ্টেপৃষ্ঠে।
জোড়াতালি শরীর মন
আশ্চর্য মহীরুহ হয়ে ওঠে।

৬.৬.২২



 

 

No comments:

Post a Comment