Tuesday, June 7, 2022

হল্ট

ওফ্‌! বিরক্ত করে দিয়েছে এই আভাসী জগৎ।
জানি, এভাবেই সার্বভৌম হয় নতুন।
উন্নয়ন, প্রযুক্তি এসব অমোঘ –
কথাগুলো ব্যবহার করি আমিও।

তবে আগে এই রোববার,
সওয়ারি গাড়িতে চড়ে পরের
হল্টটায় নামবো।

হল্টটা তো আরো নতুন, তৈরি হল
ওই আভাসি দুনিয়া জেঁকে বসার
অনেক পরে, বলতে ওই
হোয়াটস্যাপ গ্রুপটুপও চালিয়ে...

লড়ে, কাঠখড় পুড়িয়ে,
সামাজিক বুদ্ধি ও স্থানীয় নেতার 
নেতাগিরি তোয়াজ করে
ট্রেন দাঁড়াতে বাধ্য করল বসতের মানুষেরা।

প্ল্যাটফর্মও ঠিক তৈরি হয়নি;
মাটির রাস্তা এঁকে বেঁকে গিয়ে হারিয়েছে।

হাঁক দেব।
ভূলে যাবো যে বহুদিন দেখা হয়নি।
সেও ভুলবে, ওই আভাসি দুনিয়ারই
যন্তরটা কানে লাগিয়ে বেরুতে বেরুতে।

“সাবধানে আসবেন!
বৃষ্টিতে পিছল হয়ে আছে উঠোনটা।”
পিছল উঠোনের আছাড় সামলাতে সামলাতে
গল্প শুনবো নতুন বসত গড়া
এবং তাতে হল্ট বসানো মানুষদের সাতকাহন।


ব্যাঙ্গালোর
১৬.৭.২০


No comments:

Post a Comment