Thursday, June 23, 2022

অতিমারির মাশুল

সে যে আমার এত আপন বুঝিও নি।
পাতা দেখেই চিনব তেমন ওস্তাদ নই।
প্রথম যখন ফুল ধরল,
ভরে গেল মনটা তবু
আকাশ দেখে বুঝলাম না কোন ঋতু।
 
প্রশ্নে নিলাম অন্য কাউকে, কে ইনি?
চেনা একটা নাম পেলাম পুরোনো পাড়ার।
একটা আঁধার জানলা তার
মুখের পিছনে আরেক মুখ
কী আপশোষ, কেউ এতও আপন ছিল!
 
আজ যে এমন বন্ধু ডাকলে,
এমন করে ডেকেছিলে, জানলা দিয়ে?
 
নেই সে আর, খবর পেলাম, বলতে গিয়ে।

কিছু তারা থেকেই যাবে অন্ধকারে।
স্মৃতিও তো মহাকাশ, তার অপারে।

২৩.৫.২২



 

No comments:

Post a Comment