Saturday, June 4, 2022

পথসভায় বৃষ্টি

আকাশ ভরে কালো মেঘ,
দিগন্ত ছেয়ে আসছে তুমুল বৃষ্টি –
পথসভার কর্মসূচী 
ছেঁটে নিচ্ছি কানে কানে;
ঠিক শেষের স্লোগানগুলোয়
নামল তোড়, যেন প্রথম সৃষ্টির, …

হেসে ভাবি, “আরে, এসব 
ঘরণীটির কারসাজি, 
দেশের ঋতুর স্পন্দে
তার আসার শব্দ -   
ঠাট্টা, ‘আরো থাক একা!
পৃথ্বী হয়ে করছি কেমন জব্দ!’
মানছি বঁধু! আসুক বিকেল, 
যেদিন সাথেই থাকব।
পথসভায়, 
আমরা তোমরা, কাঁধে কাঁধ!
আঃ, সে মেঘ সোনায় মুড়ে রাখব!”



No comments:

Post a Comment