কোন লড়াইটা শেষ?
গরীব মায়ের লাল ঝান্ডা
নাচল – রাগি মুখ
উগরে দিল আগুন।
পুলিস-মেয়ে চুপ;
এই লহমায় বাঁচল তারও দেশ!
কোন বাঁকটা শেষ?
‘দিনটা বড় কঠিন’ বলত
ঘায়েল ভোরের পাখি;
তবু আবার মুঠোয়
পেলাম তোমার হাত –
সামনে মুখর প্রাণের নতুন বেশ!
কোন পাথরটা শেষ?
সরাচ্ছি তো! কাঁধের হাড়ে
তিরিশ বছর দাগা।
সরাচ্ছি সাবধানে,
পিছলে যাচ্ছে হাত –
রক্তে একটা যুগ খোওয়ার শ্লেষ।
কোন আকাশটা শেষ?
চাষিরা লড়ছে দশ মাস –
শীত, বসন্ত, গ্রীষ্ম,
বর্ষা আর শরত …
ভেগে বেড়াচ্ছে রাজ,
জ্বালতে গেলেও জ্বলছে না বিদ্বেষ!
কোন হিসেবটা শেষ?
মানুষ মেরে খুনে গড়ার
ষড়ে মেতে শাসন …
অতিমারির ছলে
বাড়াচ্ছে লুন্ঠন –
মিছিল বলল জীবন অনিঃশেষ।
২৮.৯.২১
No comments:
Post a Comment