Tuesday, September 7, 2021

মশা

দ্রুত বাড়ে মশার ঝাঁক রাতে ক্ষিপ্ত হাতের চাঁটিতে
রক্তগন্ধে দিয়ে যায় আমাদের ঘুমের হিসেব।
উন্মুলন-অভিযানে কিছু দেশ ধোঁয়ার কামান
দাগে পথে, কিছু দেশ প্রগতির খাতে সোৎসাহে
ভরতুকি অত্যাধুনিক কামান দেয় উপহার।

প্রজাতি-বৈচিত্রে বাড়ে প্রতিরোধশক্তি মশাদের,
আক্রমণশক্তি ধোঁয়া-কামানের এবং দুটোরই
যাবতীয় পরীক্ষানিরীক্ষা, বিশ্লেষণ, সংশ্লেষণ
মানবীয় দায়ভাগে প্রভুজন বদান্য বাতিকে
চালান; তাছাড়া তাঁদেরই আছে প্রযুক্তি সম্ভার।

এভাবে কল্যাণ হবে, হবেই কিছু অভিভাবক
বলে যান তাঁদের, প্রত্যয়ী প্রশ্রয় থাকে সহায়।
দ্রুত বাড়ে মশার ঝাঁক রাতে ক্ষিপ্ত হাতের চাঁটিতে
রক্তগন্ধে আমাদের ঘুমের হিসেব দিয়ে যায়।



No comments:

Post a Comment