Monday, September 13, 2021

ঘৃণা

দুবছরে মহামারি দিয়েছে অনেকখানি স্থিরলক্ষ্য ঘৃণা
নিউজরুমে চিৎকারে দুনিয়াটা বদলাচ্ছে অনেক এঙ্কর
কল্পনা মাতাচ্ছে নানা বাহারি সৌন্দর্যায়ণে সরকারগুলো
যদিও আমরা ঠিক সেভাবে শিখিনি আজো আফ্রিকার নাচ
 
গায়ে আছে চটচটে কীটনাশক, মগজে রুটি রক্তমাখা
পায়ে হাজার মাইল, দুর্যোগ-সন্ত্রস্ত ভীড়ে, ভারত-সংহিতা
বদল এখনো বেশ দূরে তবু যুদ্ধে, ব্যাপক বেতোয়াক্কায়
আমরা ফিরেছি সেই তখনি, মোর্চায় পা জমিয়ে নিয়েছি

সবচেয়ে বড় কথা, লুটেরা-শাসনে কত কল্যাণ বোঝাতে
ভালো টাকা লগ্নী হচ্ছে ফেসবুকে, টুইটারে ব্যাঙের কেত্তনে
টাওয়ার তবুও খুঁড়ে সিলো ভেঙে দিচ্ছে চাষী ব্যাঙের জবাব
অবশ্য এটাও ঠিক ও জবাবে ভাঙবে না শোষণের হাঁড়ি
 
ঘৃণাগুলো এককাট্টা হতে দেরি দেখে কারো বাদ্য বাজে গালে;
ঘৃণা যে অমূর্ত নয় ধারকেরা স্বপ্ন নয়, রুজি খোঁজে রোজ।

১৩.৯.২১

 


No comments:

Post a Comment