কথায় চিঁড়ে ভেজে না
চিঁড়ের মালিকের থেকে বেশি
একথা জানে জলের আড়ৎদার
জানতো বলেই তো সাততাড়াতাড়ি
ঠিকে নিয়ে নিয়েছে সব নদী আর
পুকুরের
এখন ঢেউ মানে জলের আড়তে হাওয়ার
ইঁদুর …
জানে শেষে তার কাছেই তুমি
যাবে
চিঁড়েটা ভেজাতে
আর বুঝবে,
ধান ফলিয়েও
চিঁড়ে কুটেও
তোমার কোঁচড়
আড়তদারের ছায়ায় না পৌঁছোলে
বড় নিঃস্ব
খাওয়ারও ক্ষমতা নেই
কারো খিদে মেটানোরও ক্ষমতা
নেই তোমার
শেষে আর কী করবে?
যা চেয়েছিল সে তাই!
দাদন নেবে বিশেষ ধান ফলানোর
তার নানান ধরণের
ব্রান্ডেড চিঁড়ে কোটার …
কী করবে ভাবো,
তবে ‘রাত্তিরে লুকিয়ে জল ঘোলা করে এলাম’ …
তাতে কিস্যু হবে না
৩.৯.২১
No comments:
Post a Comment