একটা সময় আসে, সাথে
মজে লটারি-টিকিট,
মদ আর গঠনতন্ত্র
পার্টির –
পানের দোকানে
ঠেক চলে, ওখানেই
‘বাড়ি ফিরি’ বলে রাতে কেউ
জোর করে মজলিশ থেকে
মাথা ঝাঁকিয়ে ওঠায়
বসত দখলে নিয়ে বেলোয়ারি
শহর ঢুকেছে
চোখে খিলখিল করে
ফ্লুরোসেন্ট চটুল আঁধার,
ঈষৎ নেশার তোড় পেচ্ছাপে
কাটিয়ে গুরুদেব
কালকের গুণভাগে খেই
ধরেন সংগঠনের…
অত তো বুঝিনা রে কিসে হবে বিপ্লব-টিপ্লব
ভালো লাগে একে একে
দুই হওয়া, দু’য়ে দু’য়ে চার
ভালো লাগে ছেলেদের ঠান্ডা মেজাজ ওয়র্কশপে -
ভাবিস না, মদ আর
লটারি-টিকিটও ছেড়ে যাবে …
আমাদের বাঁচা মানে
আজো এক স্পর্ধার সুরে
কমরেডি গান বাঁধা
জোয়ালের দূষিত চোয়ালে
১৩.৫.১৯৯৭ (পুনর্লিখন
১০.৯.২১)
No comments:
Post a Comment