Monday, September 13, 2021

কাক ও টার্বোভেন্ট

শুভাবাবুর দাড়িতে খড় থাকুক স্বস্থানে
আমারও প্রিয় কাক, শহরে পল্লীতে তার
তীক্ষ্ণ ধ্বনিত বিরক্তি, নিঃশেষ মানুষদের
খোঁচা, অবিরত দেখ, কী হাল করে গেলি!
 
আপাততঃ সে বসার জন্য সামলে ধরছে
কারখানাটার মাথায় বসানো টার্বোভেন্ট;
ওখানেই আগে তার কদমবৃক্ষ-কন্দরে
গোল হলুদে সাদা রোঁয়ায় যৌন হত ভাদ্র
 
নির্বাপিত মানুষেরা চটেওনা এ খোঁচায়
বস্তুতঃ বোঝেনা তারা, কাকের আহত ডাক
বিদ্ধ করে পৃথিবীর চিৎকৃত নীরবতা
 
মেঘলারোদে উজ্জ্বল ঘূর্ণ্যমান টার্বোভেন্ট;
বাতাস তাকে ঘোরায়, সে বাতাস বদলায়
নিচে তবু বাতাসশূণ্যতা, সন্দেহপ্রতিম।  

৮.৯.২১




No comments:

Post a Comment