পৃথিবীর পশুরা চাঁদের
পশুদের মত নয়।
মানুষের কাছে তারা
রোজ শেখে নিয়মকানুন
মানুষের সমাজে বাঁচার
বাঁচাবার বিধিলিপি
রাতের আলোয় স্নান
সেরে ফেরে জটিল মানবী
গৃহী তার, আম খেয়ে
মুখ মিঠে করে পথে বসে …
ফুটপাথে পশুদের গজরগজর,
হুটোপুটি;
পৃথিবীর পশুরা চাঁদের
পশুদের মত নয়।
মেষেরা হারায় মেষপালকের
জাতীয় ভাঙনে
জার্সি গরুর পিঠে
হাওয়া দেয় নগরবিকাশ
গাধার কামড় খেয়ে
কাতরায় গলির ছেলেটা
মাথায় শুঁড় বুলিয়ে
হাতি দেয় বনের আশীষ
পৃথিবীর পশুরা চাঁদের
পশুদের মত নয়।
তাদের মরতে গেলে
মাথাটা থ্যাঁতাতে হয় চাকে …
চাঁদের পশুশালা তো
অনুপম প্রাচীন স্ফটিক!
৮.১২.১৯৯৪
No comments:
Post a Comment