Wednesday, October 5, 2022

মেলিয়া এজেডেরাক

খুঁজতে খুঁজতে নেটে পেলাম সেদিন
বুলস-আই মেলিয়া এজেডেরাক বকাইন
                             রবীনদা! কোথায় আপনি?
 
ছিলাম প্রকৃতির বিস্ময়ের সামনে নত
শিমুলতলায়, উনিশশো ছিয়াত্তরের এপ্রিলে,
আকন্ঠপুষ্পিত দীর্ঘ জোড়া বকাইনের নিচে দাঁড়িয়ে
ফুলের মৃদু বৃষ্টিতে অভিভূত
আমি আর শিউবচ্চনজী
 
স্বর্গের পাখিও দেখার ছিল তখনি মরমী অপরাহ্নের আলোয়
কাঠের গেট ধরে দাঁড়িয়ে
প্রশ্নে নড়েছিল ডানা,
প্যাসেঞ্জারটা এসেছে কিউল থেকে, জানেন?

যদিও বলা আছে নিসর্গের কানে,
                             আবার আসিব ফিরে,
যেতে নাহি দিব
                   নিঃশব্দ গর্জন ঘাসের, শুনেছি;
বদলে গেছে সময়।
 
মুঠোয় শক্ত করে ধরে রেখেছি বালি
মাথার শ্যাওলার জটে লগি ফাঁসাচ্ছি সারাদিনরাত
তবু মাঝে মধ্যে জলের গহীনে ছায়াপথ;

মেলিয়া এজেডেরাক নম্র বিষ হয়ে ছড়িয়ে পড়ছে রক্তে।

 


No comments:

Post a Comment