ধর্মগুরু সংখ্যাগুরু হল।
চতুর্বর্ণে ত্রিবর্ণ ছোপাল।
জোড়াতালি হাততালি হলে
জাতিসত্তা ভাবে গোত্তা খেল।
গড়ের নিগড়ে ধড়ফড়
কাগজের মগজের গজ
সংখ্যাগুরু-গুরুপাকে বলে
গজে মেপে বেচব মগজ।
ইতিহাস হল রাজহাঁস
সোনাডিম তাডিম ডিমে তা।
অমলেটে, গুবলেটে তার
হল কর্তা, কর্তাভজা নেতা।
লাভের বাদামে ধরে দাম
নৌকো গেল দালালের লালে,
রামের মিশনে কমিশন
চুমো দিল শেয়ালের গালে।
সীতারামে একাকী শ্রীরাম
দেখে সীতা সমূহধর্ষিতা।
তরোয়ালে জোয়াল চেনায়
সংহতির মহতী ভণিতা।
[সাগরিকা নয় মরীচিকা
ভেসে আসে ষড়ঙ্গী ষোড়শী
ডলারের সিপহসালার
কষুক গে মৌরসির রশি।]
No comments:
Post a Comment