দাদরে টিকিট কাটার আগে
আমরা কাউন্টারের
ওপরে তাকিয়ে পড়েছিলাম
সায়ন লাইনে
লোকানে
শেষ স্টেশনটার নাম । ....
দুপুর নাগাদ
পৌঁছেছিল ট্রেন।
স্টেশন থেকে বেরিয়ে
দু'চার ঘর দোকান, চারা মেশিন তারপর
মাঠ, ক্ষেতের মাঝখান দিয়ে মেঠো রাস্তা চলে গেছে বহুদূর ...
কোনো গ্রাম?
নাকি দূরের ঐ পাহাড় অব্দি
যার ওপর একটা মন্দিরও আছে মনে হয়?
বেশ কয়েকজন
যাত্রী
নেমে ওদিকে পাড়ি দিল।
আমরাও দেখাদেখি
কিছুদূর গিয়ে ফিরে এলাম।
একটা দোকানে বসে আখের রস খেলাম।
ফেরৎ
প্ল্যাটফর্মে এসে ট্রেনের জন্য দাঁড়ালাম
যেন স্থানীয় বাসিন্দা, যাচ্ছি দাদর কিম্বা চার্চগেট।
টিটওয়ালা। ডিসেম্বরের দুপুর। ...
ওটা পৃথিবীর শেষ স্টেশন ছিল না।
এদেশেরও না।
আমাদের যাত্রারও না।
আমাদের নিরুদ্দেশ হওয়া ও ঘরে ফেরার
মাঝামাঝি রয়েছে টিটওয়ালা।
No comments:
Post a Comment