Tuesday, October 18, 2022

বেহায়ার ফুল

সে তখন তালচেরে ছিলাম।
ডেরা কোলিয়ারির ঘর থেকে বেরিয়ে অনেকটা দূর
স্টেশনের পাশে বেহায়ার দীর্ঘ বেড়াটা আমায়
ঈশ্বরের সাথে কথা বলিয়েছিল প্রথম।
এটা ঠিক যে ঈশ্বর এলেই আবহাওয়া পাল্টে যায়।
যেমন দূরে, আরো দূরে ছড়িয়ে পড়ে মেঘপূঞ্জগুলো
শরীরে রঙ ধরতে নতুন নতুন 
মেলামুখি সখীদের মত,
দুদিন আগের দেখা দুপুরের রোদ 
ঘন হয়ে ঢোকে ট্রেনের সিঁড়ির নিচে পাথরে
সদ্য ভাঙা করোটির খাঁজে। 
বিশ্বাস ও আত্মহত্যার 
বিরুদ্ধে ঢুকে পড়ে কটক জাংশনের মুর্গিভাত।
নাচিয়ে ছাড়ে ঈশ্বর!
ওই এক রবিগুরু পাল্লা দিতেন অহরহ।
কিন্তু হবে কি?
জানলাম তো সেই, ভালোবাসা হারিয়েই।
সময়টা রয়ে গেছে শরীরে। আদ্ধেক, স্টেশনের
ধুলো ওড়া অপেক্ষা আদ্ধেকটা বেহায়াপনা হয়ে
কখনো ফুলে, বাকিটা গরুভাগানো বাড়ে।

১৮.১০.২২




No comments:

Post a Comment