খেলা দিয়েই খেলা ভেঙে
ভাঙছে দেখ ভাঙার ভয় –
খোশগল্পের চায়ের কাপে
ফাটল ধরায় দুঃসময়।
কাটা কাটা বেবাক ছবির
স্পন্দে বাঁধা তিন দেয়াল –
ভাবুক সোনার উদাস গালে
পাঞ্জা বোলায় খ্যাঁকশেয়াল।
পাড়ার গেঁতো বেকার ছেলে
সরাইখানা মাত করে,
রাত দুপুরে শিষ বাজিয়ে
ইতিহাসের ভূল ধরে।
আমলা-শামলা-পেটমোটাদের
মানুষ চোষার আইনি প্যাঁচ,
ভুরূ কুঁচকে শোনে বাড়ছে
শহরতলীর গানের আঁচ।
দর্শক আর কুশীলবের
মেলায় বেচে খেলার সাজ,
দুখিনী মা সুদূর পানে
চেয়ে হাঁকে, “পক্ষীরাজ!”
সবাই বলে, “পক্ষীরাজ?”
তাহলে তার ডানা কই?
বলতে পাঁখের ব্যথায় ধীর
সমুদ্রটি জাগে অথৈ!
১১.২.১৯৯৭
No comments:
Post a Comment