ঝান্ডা হাতে হলেও
লড়াই শুধু ঝান্ডা বা তার
রঙ নিয়ে তো নয়।
বেলায় সামনাসামনি হয়
নিজেরই দুই হুঁশ –
কী হব আমরা?
নিজের ঘরটা ভালো মত
ছাওয়ার ঘরামি, না
গুন্ডাদলের দখলদারির
তরজায় আর লুটতরাজে
নিজেরি ঘরে
আগুন হওয়া তুষ?
ঘর ছাইতে এক হওয়াই
ঘরামির ইয়ারি।
রঙে কি দেখাব রংদারি?
না ছাওয়া ঘরটা বরং হোক
সবার হুঁশিয়ারি।
সবসময় যে
বলি, “দেখ রুশ!”
সেও ভেবেছিল –
জোঁকতন্ত্রের
তোপের গোলা হবে?
সহায়হীন,
ক্ষুধার জীব নাকি,
শান্তি, রুটি, জমির
ডিক্রি করা মানুষ।
ব্যাঙ্গালোর
১৫.১১.২০
No comments:
Post a Comment