এই আমি এখানেই আছি;
একচুলও নড়ব না, বিশ্বাস রেখ।
এখানে আকাশ খুব ছোটো,
রোদ শুধু ঘন্টা দুয়েক, তবু দেখ,
বিপর্যস্ত হব কত?
রোজকারে পিঠটা যে ঠেকল দেয়ালে!
এক পা যুঝতে আমি এক,
রাস্তায় হব এক কোটি, হড়তালে।
ক্ষতি কেউ চাই না আমরা,
ক্ষতি হল মুনাফাখাদকদের নখে।
রুজির জোয়ালে জুতি কাঁধ –
মরি ক্ষোভে, গড়ি দেশ, খায় তঞ্চকে।
শ্রমিক কৃষক তো সৈন্য!
মেহনতে দেশের সমূহ উন্নতি!
অথচ যা চালাচ্ছে ওরা,
আমাদের যত, দেশটারও বরবাদী!
ধর্মের ঘটটাই রাখি,
সাহেবেরা! তোমাদের তন্ত্রের মাঝে।
সংহতির গর্ভজল
দালালের পা’গুলো
পোড়াবে সমাজে।
বেরিয়েছি মিছিল ধরতে,
সকালের আলো নিখাদ ম্যানিফেস্টো!
সারাদিনে হড়তালি আমি,
যাই করি, নিঃশ্বাসে ফেরাই দেশ তো!
ব্যাঙ্গালোর
২৪.১১.২০
No comments:
Post a Comment