পাতাগুলোয় ক্ষণিক
কাঁপন দিল পড়শি-পাতা
শিকড়ে তার সাড়া!
বসো যদি, বলি
ভক্তিকালীন কবিকুলের
হাসির দ্বান্দিকতা।
পোড়া ঘরের চালে
সকাল বিশ্বকুটুম্বিতার
শুভ্র মেঘের কশা।
কেই বা জানতো, শুরু
সেখান থেকেই, তোমার আমার
স্বদেশ হওয়ার তাড়া?
নতুন বলতে, ফিরে
আরো গভীর থেকে ওঠা
দংশনে দংশনে?
No comments:
Post a Comment