মিলে নয় অমিলেই সেজে ওঠে গান।
অমিল বাড়ায় তানে স্বরের বিতান।
মিল লাগে রণে, ভালোবাসায় অমিল।
কী বল? আকাশ? এক? অনিশেষ নীল?
ওখানে তো মেঘ! দেখ আছে কালো করে!
এখানে শুভ্র দেখ, হাসে আলো করে
সাদার মাঝের গাঢ় নীল দেবে কালো?
সূর্য এক? – নাঃ, কিভাবে তা
বল?
ঘড়ি দেখো গোধূলিতে, কখন কে যায়!
আর এই রোদগুলো ভিন্ন ব্যথায়
ধরে ফেরিওলাদের ডাক আর ছাতে
পায়রা। পৃথিবীগুলো দূরে হয় রাতে।
সবার নিজের চাঁদ, নদীদের টানে।
গলির মাতাল ওড়ে নিজ ভাষাযানে।
বিজ্ঞান? তার চাই বল্গার রাশ।
আমার তো চাই ওর চামড়ার ডাঁশ।
ব্যাঙ্গালোর
১৯/২০.১১.২০
No comments:
Post a Comment