Sunday, November 29, 2020

দিদারগঞ্জের যক্ষী

ছবি তোর সহজ আজ,
আভাসি রূপকথা
              মুঠোফোনেই ঘোরে!
সেখান থেকেই তোকে নিয়ে
দুপুরে পৌঁছোই,
দীর্ঘ এক অশ্বত্থের
                      পাতার মর্মরে।
 
কেমন আছিস, ভালো?
তোকে প্রথম দেখার সময়
জানতামও না আগে
জানতে হত নিগড় তোর,
ঘাঁটতে হত সভ্যতার
                ব্যথার জল, কালো।  
 
জল অর্থে ছিল তো ঐ
আশৈশব ডোবা,
যাওয়াআসায় ভরা;
তারই চোখে আকাশ হত
               মর্ত্য সসাগরা!
জাদুঘরে অবাক দেখে 
উদ্ধত স্তন, ঘেমো চিবুক,
            অনির্দ্দিষ্ট চোখ,
ভাবি নি তোর নগ্নতা এক রোখ,
শাণিত ঐ দ্যুতি গোপন পথ,
ধুলো যার গোন্ডোয়ানা,
                  হড়প্পা, মগধ।  
 
কুহক ছিল গর্বিত তোর মুখ;
মায় যেন করলি তোর
শাপিত শুশুক
                নেমেছি সন্ধে,
সিন্ধু-মোহানায়, অনেক
                 দক্ষ দাঁড়ের গন্ধে ...
 
আজও সে সন্ধে আছে বুকে
ইচ্ছে হয় সাথে বসে
দুহাজার বছর, 
              কথা বলি সুখে!
 
পুনর্লিখন, ব্যাঙ্গালোর
২২.১১.২০
   
পুনর্লিখন, ব্যাঙ্গালোর
২২.১১.২০




No comments:

Post a Comment