দুপুরবেলায় কেউ থাকে না
স্কুলও এখন বন্ধ।
মার শাড়িটায় কী সুন্দর
মায়ের মত গন্ধ!
কেন যে মা কলেজ ছোটে
বাবাও ছোটে অফিস!
সারাটা দিন দাদার সাথে
খুনসুটি আর নালিশ।
বিকেলে সব একেক করে
সাবধানে দোর খুলবে,
“বিন্নী তুমি কী করছ?”
উঁকি মেরে বলবে।
বিন্নী কী করছে – যেন
বিরাট কোনো প্রশ্ন!
খেলার কথা কেউ ভাবে না,
পড়ায় যত যত্ন!
২২.৩.১৯৯৮
No comments:
Post a Comment