স্বপ্নকে গলা টিপে মারলে
হয়ে যায় সে হাজার প্রশ্ন।
প্রশ্নেরই শীষে দোলে পৃথিবীর
আশ্বাস – স্বপ্ন! মৃত নও!
বাঁচার শিকড়ে আজ স্বপ্ন –
প্রশ্নকুসুমে ফুটে দুনিয়ায়
অন্যায় চিনছে, রুখছেও,
মুনাফার তন্ত্রের পরিখায়।
স্বপ্নের প্রশ্ন উপস্থিত
ধর্ম-বর্ণ-বিষদংশে,
স্বজনে শত্রু খোঁজা যুবটি
জানেনা, এ তন্ত্রেরই সঙ সে।
পতাকার রঙে শুধু দেখো না,
লড়াইয়ের ঠাটে লাল বাড়ছে।
প্রতিবাদী শানে, সুফলনে মূল
স্বপ্নের সন্ধানই থাকছে।
ব্যাঙ্গালোর
৬.১১.২০
No comments:
Post a Comment