Sunday, November 6, 2022

স্বামী সহজানন্দ সরস্বতী

আধতৈরি বাড়ির দ্বিতলে সেলফোন কানে বধু!

এখনো গাছে আঁধার রাস্তাগুলো যায় বহুদূর,

ভাষার ঝিম মাঝ-উঠোন পেরিয়ে ধরে বিকেলে

ছয়লেন-বিহটা-সারমেরার বেগার্ত এ্যাস্ফল্ট


মাগধী গ্রামগুলোয় সংগঠিত কৃষক প্রথম

কাঁধ থেকে নামাতে জোয়াল লড়ে, দেখেছে অবাক

রাজা দিব্যি হল ব্যবসায়ী, দেউড়িতে-ট্রাকে-বাসে  

সাবেক লেঠেল সব আজ চালক-খালাসি-গুণ্ডা।

চাষজমির দাম চড়ায় সেও খুঁজছে খদ্দের

কি হবে করে লোকসানি চাষ, বরং হব শহুরে।  


দন্ডী সন্ন্যাসী দেশপ্রেমী বিপ্লবী চাষী সংগঠক

এক গূঢ় অন্তর্গত যাত্রাপথে এই বিহারেই

নিজ হাতে শ্রমজীবীর ঐক্য গড়লেন স্বামীজি। 

মাটির দর্পে বলি জয় সহজানন্দ, কমরেড!


৪.১১.২০২২




No comments:

Post a Comment